Last Updated on নভেম্বর ২১, ২০২৪ by
নূরানী ইসলামি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে পিটিআই মাস্টারপাড়া এলাকায় নূরানী ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশিষ্ট ব্যবসায়ি ও মাদ্রাসাটির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফজুল উলম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল খালেক ও নবাবগঞ্জ দারুল হাদীস মাদ্রাসার মুহাদ্দিস শাইখ আবু রায়হান। এসময় মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।