বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ৯, ২০২৫ by

নুসরাত ফারিয়ার ভয়ংকর লুকে আসছে ‘জ্বীন থ্রি’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় ফিরছেন। এবার তিনি অভিনয় করছেন ভৌতিক থ্রিলার সিনেমা ‘জ্বীন থ্রি’-তে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এটি ‘জ্বীন’ সিরিজের তৃতীয় কিস্তি। দর্শকদের জন্য অপেক্ষার পালা শেষ হতে চলেছে, কারণ সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে।
‘জ্বীন থ্রি’ সিনেমায় নুসরাত ফারিয়া একটি ভয়ংকর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির পোস্টারে দেখা গেছে, ঢিলেঢালা কালো পোশাক পরিহিত ফারিয়া দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। তার হাতে লম্বা কালো নখ এবং মুখে রক্তচোষা বড় বড় দাঁতÑএমন ভয়ঙ্কর লুক দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। গ্ল্যামারাস এই অভিনেত্রীর এমন চরিত্রে অভিনয় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পোস্টারে ফারিয়ার পাশে দেখা গেছে অভিনেতা আবদুন নূর সজল এবং তানিয়া আহমেদকে।
‘জ্বীন’ এবং ‘জ্বীন টু’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর এবার নির্মিত হয়েছে তৃতীয় কিস্তি ‘জ্বীন থ্রি’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
‘জ্বীন’ সিরিজের আগের দুটি সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেশি। বিশেষ করে নুসরাত ফারিয়ার ভয়ংকর চরিত্র এবং সিনেমাটির গল্প দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকরা সিনেমাটি নিয়ে আলোচনা করছেন। অনেকেই ফারিয়ার নতুন লুক এবং সিনেমাটির ভৌতিক আবহের প্রশংসা করেছেন।
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য উৎসবের আমেজ তৈরি হচ্ছে। ‘জ্বীন থ্রি’ ছাড়াও ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়ামের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’ এবং মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। প্রতিবারের মতো এবারও ঈদে সিনেমা মুক্তির দৌড়ঝাঁপে উত্তেজনা দেখা যাচ্ছে। দর্শকরা কোন সিনেমা দেখবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।
নুসরাত ফারিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমাটি দর্শকদের জন্য বিশেষ উপহার হয়ে আসছে। ভৌতিক থ্রিলার প্রেমীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। ঈদের উৎসবকে আরও রঙিন করতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রস্তুত ‘জ্বীন থ্রি’।

About The Author

শেয়ার করুন