নিয়ামতপুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

14

নওগাঁর নিয়ামতপুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত স্কুুলর প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলটির পরিচালক সাদিকুল ইসলাম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র, বাসুদেবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার সরকার, বি এফ সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা শেষ নিয়ামতপুর আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগে ৭২ জন ও মানবিক বিভাগে ১৬ জন এসএসসি পরীক্ষার্থীকে বরণ ও বিদায় ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন।