নিয়ামতপুরে ২২৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

37

নওগাঁর নিয়ামতপুরে ২২৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী চার মাথার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. মোজাহিদ ইসলাম (২৪) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিসফা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মো. তারেক হোসেন (৩৫)।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী চারমাথার মোড়ে ঘোলকুড়ি গ্রামে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ২২৬ বোতাল ফেনসিডিলসহ মোজাহিদ ইসলাম ও তারেক হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে নিয়মতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।