নওগাঁর নিয়ামতপুরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা উপলক্ষে র্যালি ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রবিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হেমন্ত কুমার রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. ওয়াহেদুর রহমান।
অনুষ্ঠান শেষে সেরা খামারি উপজেলার ধরমপুর গ্রামের মোছা. মাহমুদা বেগম ও বাদনেহেন্দা গ্রামের আজাদ আলীর হাতে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেয়া হয়।