২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবাইদুল হকের সভাপতিত্বে ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রফিজ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক লুৎফর রহমান, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাদি হাসান পায়েল, ভাবিচা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওয়াহেদ আলী।