নিয়ামতপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট

11

নওগাঁর নিয়ামতপুরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চন্ডিপুর যুব সংঘের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
গত বুধবার বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ও জননেত্রী শেখ হাসিনা পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান পায়েল, উপজেলা পূজা উদ্্যাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অবিনাষ মহন্ত।