নিয়ামতপুরে শিয়ালের কামড়ে এক শিশুসহ আহত ৬

9

নওগাঁর নিয়ামতপুরে শিয়ালের কামড়ে এক শিশুসহ ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার ভাবিচা গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুস সাত্তার, নূরুল হকের ছেলে আমানুল্লাহ, মৃত- সোলেমানের ছেলে মোঃ তবিবর রহমান, লাল মহারার ছেলে নারায়ন রবিদাস, পরেশ এর কন্যা শিশু বৃষ্টি (১২) এবং অজ্ঞাত একজন।
স্থানীয় সূত্র জানায়, আব্দুস সাত্তারকে সকাল সাড়ে ৫টায় বাড়ীর মধ্যে ঢুকে শেয়াল কামড় দেয়, আমানুল্লাহকে রাত ৩টায় দোকান ঘর থেকে বের হলে কামড় দেয়। এছাড়া প্রত্যেককে বাড়ীর পার্শ্বে ভোর ৫টা দিকে কামড় দেয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নূরে আলম দ্বীন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ভ্যাকসিন থাকে না। শুধুমাত্র বিশেষ বিশেষ উপজেলাগুলোতে থাকে। নওগাঁ জেলার নওগাঁ সদর, পত্নীতলা ও মান্দা উপজেলায় ভ্যাকসিন রয়েছে। তাদের সেখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।