‘মুজিববর্ষে স্বাস্থ্য খাত-এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে মোবাইল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ভাবিচা গ্রামের স্কুলপাড়ায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্যদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মুজাহিদ ও মনিরুল তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওবাইদুল হক, ভাবিচা ইউপির সদস্য তুশিত কুমার সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঘুনাথ চন্দ্র।