নওগাঁর নিয়ামতপুরে মুজিববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী ফ্রি প্রতিবন্ধী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় নিয়ামতপুর সরকারি কলেজে ভ্রাম্যমাণ এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন নিয়ামতপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল। নওগাঁর নিরাপদ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এই ক্যাম্পের বাস্তবায়ন করে নিয়ামতপুরের নিরাপদ প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল।
নিরাপদ প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্ব উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক মোদাচ্ছের হোসেন, আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু সাইদ, মো. সামিউল ইসলাম সুমন, আল মামুন হক, হারুন অর রশিদ।
চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁর নিরাপদ প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মো. গোলাম কিবরিয়া, থেরাপি সহকারী রেজাউল করিম, অপটোমেট্র্রিশিয়ান বেলাল হোসাইন, স্টাফ গোলাম মোস্তফা।