নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাড়ইল ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
জানা যায়, রবিউল তার বাড়ির পাশে থাকা নিজ মটরের তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার ভাইসহ লোকজন এসে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।