নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে ১ হাজার পরিবারে ত্রাণ বিতরণ

46

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের সন্তানদের ব্যক্তিগত অর্থায়নে ওই ইউনিয়নে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান সমাজসেবক ইসাহাক আলীর বড় ছেলে মো. আব্দুল লতিফ মন্ডল ও ছোট ছেলে এ্যাডভোকেট আলতাফ হোসেন উজ্জ্বলের ব্যক্তিগত অর্থায়নে নিজ ইউনিয়ন বাহাদুরপুরের প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়।
এসময় বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী মন্ডল, তাঁর বড় ছেলে মো. আব্দুল লতিফ মন্ডল ও ছোট ছেলে এ্যাডভোকেট আলতাফ হোসেন উজ্জ্বল ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরুন নবী কবিরাজ নূহ, জারুল্ল্যাহপুর গ্রামের সামসুদ্দিন, বদলপুর গ্রামের আকতার হোসেন, লতিফপুর গ্রামের চাঁন মোহাম্মাদ, মহিশো গ্রামের রফিকুল ইসলাম,সাদপুর গ্রামের জয়নাল আবেদীন, বরিয়া গ্রামের আহম্মেদ আলী, বাহাদুরপুর গ্রামের আবুল কাশেম, ভালাইনঘাটি গ্রামের মামুন,আদমপুর গ্রামের মোকসেদ আলী, বক্তারপুর গ্রামের সাইফুল ইসলাম।
ত্রাণ বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন ছাতমা গ্রামের মমতাজ আলী, মিলন, বদের আলী, হামিদুর রহমান, নাজমুল হক, আমিনুল ইসলাম, সিতেন্দ্রনাথ, গুজিশহর গ্রামের মিলন, জারুল্যাপুর গ্রামের ফটিক, শ্রী বানা, বালাতৈড় গ্রামের এনামুল হক।
বাহাদুরপুর ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ এবার খুব একটা আনন্দ নিয়ে আসছে না। এসব অসহায় মানুষগুলো ঈদের আগে এসব ত্রাণ সামগ্রী পেয়ে সুন্দরভাবে ঈদ করতে পারবেন। তাদের মুখে হাসি ফুটে উঠেছে।