নওগাঁর নিয়ামতপুরে ১শ ৪০ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর বড়গাছী গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সোয়া ৪টায় তাঁর নেতৃত্বে সহকারী পরিদর্শক (এসআই) চিত্তরঞ্জনসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের বরেন্দ্র বাজারে অভিযান চালায়। অভিযানে ১শ ৪০ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে ৮টি ইউনিয়নে দুটি করে ১৬টি টিম অভিযান চালাচ্ছে।