নিয়ামতপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

8

নওগাঁর নিয়ামতপুরে গাবতলী সুুপার অ্যাকাডেমির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল।
গাবতলী সুপার অ্যাকাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ৩ নং ভাবিচা ইউনিয়নের যুবলীগের সহদপ্তর সম্পাদক জুলিয়াস হোসেন টুটুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ওয়ানটু, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, আইনুল হক, রাউতাড়া গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আমিরুল ইসলাম, আব্দুল রহিমসহ অন্যরা।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নিয়ামতপুর উপজেলার আশার আলো ক্লাব দল ১-০ গোলে মান্দা উপজেলার তরুণ সংঘ দলকে পরাজিত করে। দ্বিতীয় পর্বের খেলায় বদলগাছি উপজেলার আশিক ক্লাবের দল ৪-০ গোলে নিয়ামতপুর উপজেলার একতা সংঘের দলকে হারিয়ে বিজয়ী হয়।