নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পুরনো ইটের প্রাচীর চাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমা আক্তার বানু (৪২)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের পূর্বদিকে নিজ বাড়ির পাশে সবজি ক্ষেত পরিচর্যা করার সময় প্রাচীরটি ভেঙ্গে তার উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার পাড়ইল ইউনিয়নের ঝাড়–য়াপাড়া গ্রামের শিক্ষক এনামুল হকের স্ত্রী। নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান বলেন, নাজমা আকতার বানু তার বসবাসরত বাড়ির পার্শ্বে একটি ভিটায় সবজি চাষ করেছিলেন। প্রতিদিনের মতো আজও সেই ক্ষেতের পরিচর্যা করছিলেন। সেখানে প্রাচীরের পাশে একটি পেঁপের চারা রোপণের সময় পুরনো ইটের প্রাচীরটি হঠাৎ ভেঙ্গে তার মাথার উপর পড়ে, এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং নাক-মুখ দিয়ে রক্ত ক্ষরণ হয়। গুরুতর অবস্থায় দ্রæত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমা আকতার বানু উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।