“আর নয় মাটির পোড়ানো ইট” এ শ্লোগানকে সামনে রেখে প্রথম বারের মতো নওগাঁ জেলার নিয়ামতপুরে পরিবেশ বান্ধব ইট তৈরীর কারখানা (ভাটা) তৈরি করা হয়েছে। লাসটার ও অনন্যা ইন্টারন্যাশনাল ট্রেডিং এর যৌথ উদ্যোগে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়ায় লাসটারের নিজস্ব কার্যালয়ে এ ভাটার উদ্বোধন ও এক সেমিনার অনুষ্ঠিত হয়।
লাসটার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়লা আনজুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ ভাটার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ ভাটার উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে সঞ্চালনা করেন অনন্যা ইন্টারন্যাশনাল ট্রেডিং এর ম্যানেজার সায়েমা আকতার ও বেসরকারী সংস্থা রানীর প্রধান নির্বাহী ফজলুল হক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, লাস্টার এর নির্বাহী পরিচালক হাসানুজ্জামান, অনন্যা গ্রুপের চেয়ারম্যান হাবিবুর রহমান, নওগাঁ জেলা পরিষদের সদস্য মহসিন রেজা, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, ন্যাশনাল ব্যাংক লি: নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক সোহেল রানা।