নিয়ামতপুরে দুটি ইউপির উন্মুক্ত বাজেট সভা

28

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ও বাহদুরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বুুধবার পৃথক সময়ে ওই ইউনিয়ন পরিষদ দুটি উন্মুক্ত বাজেট আলোচনা সভার আয়োজন করে।
বেলা ১১টায় ভাবিচা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের সচিব করমতুল্যা মন্ডল বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৯২ লাখ ৭২ হাজার ৫৭৩ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৫৭৩ টাকা। আর উদ্বৃত্ত ধরা হয়েছে ৮০ হাজার টাকা।
ভাবিচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় ওবাইদুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ চৌধুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার, আমইল এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার, আকিশপুুর দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুজ্জামান এবং ভাবিচা ইউনিয়ন পরিষদের সদস্য তুশিত কুমার সরকার, শেফাল চন্দ্র বর্মন, মহাসিন, মহিলা সদস্য আঞ্জুয়ারা বেগম, মতিজান বেগম ও চাঁন ভানু বেগম।
বাজেট সভায় ইউনিয়ন পরিষদের অন্য সদস্যসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ১০টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব সেরাজ উদ্দিন হলরুমে বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ২৯ হাজার ১১৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৬১৪ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ ইউপি সদস্য আব্দুল হামিদ, সাইফুদ্দিন, সুভাষচন্দ্র, আব্দুল মান্নান, জহির উদ্দিন, ওয়াজেদ আলি, মহিলা সদস্য জ্যোৎস্নাআরা খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।