নিয়ামতপুরে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন

27

নওগাঁর নিয়ামতপুরে এই প্রথম বরেন্দ্র আলিম মাদ্রাসায় ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। গত কাল সোমবার বেলা ১১টায় বরেন্দ্র আলিম মাদ্রাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. এনামূল হক।
বরেন্দ্র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হকের উপস্থাপনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলম, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম আতিক।
এছাড়া বরেন্দ্র আলিম মাদ্রাসায় মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধে মা সমাবেশ ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।