নওগাঁর নিয়ামতপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, এলজিএসপি প্রতিনিধি বাচ্চু মিয়া, নিয়ামতপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বরেন্দ্র আলিম মাদরাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, উপজেলা এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী বজলুর রশীদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হকসহ আরো অনেকে।