নিয়ামতপুরে চাউল কল মালিক সমিতির আ. মান্নান সভাপতি ও বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত

65

Niamotpur gourbangla.com গৌড় বাংলা

নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতি নিয়ামতপুর উপজেলা শাখার ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দুরে ভীমপুর হ্যাচারীর এক মনোরম পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পদে পুন:রায় আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে সফিউল হক বাবু নির্বাচিত হয়েছেন।
সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এনামুল হক। সমিতির সাধারণ সম্পাদক সফিউল হক বাবুর উপস্থাপনায় বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক ইফজার হোসেন খান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য মোয়াজ্জেম হোসেন, আ. রাজ্জাক প্রমুখ।
শেষে আ. মান্নানকে সভাপতি ও সফিউল হক বাবুকে পুন:রায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ২০১৬-১৭ বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী, সদস্য সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, রেজাউল করিম।
এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন পানাউল্লাহ সোনার, বিমল চন্দ্র প্রামানিক, আব্দুল লতিফ চৌধুরী, আলহাজ্ব সামসুল আলম ও আলতাব হোসেন চৌধুরী। সর্বশেষে উপস্থিত সদস্যদের মাঝে লটারী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।