নওগাঁ নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) ১০টায় বামইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চন্দননগর ইউনিয়নের যুবলীগের সভাপতি শীষ মোহাম্মদ সভাপতিত্বে মোবাইলে ফোনের অডিওর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন (মিলন), ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান (বদি) পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্ধা, চন্দননগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোত্তালিব হোসেন (বাবর) প্রমুখ।
সভাশেষে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী অনউপস্থিত থাকার কারণে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৯জন প্রার্থীর বায়োডাটা জমা নিয়ে স্থাপিত রাখেন। পরিশেষে বিএনপির ৯জন সদস্য আওয়ামী লীগের উন্নয়ন দেখে এ সভায় মালা পরে আওয়ামী লীগে যোগ দেন।