নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ আগষ্ট) বেলা ১১টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা ও নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য বাসন্তি রানীর সভাপতিত্বে ও জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মুঠোফোনে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব হোসেন মন্ডল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
শেষে আলোচনা সভায় উপজেলা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা আদিবাসীদের সাংবিধানিক অধিকার তুলে ধরেন।