নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

9

নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়ার শাহদহ পূর্বপাড়ার তানজেদ দেওয়ানের ছেলে উজ্জ্বল আলী (৩০), তারেক রহমান (২৭), হাজী গোবিন্দপুর কারিগরপাড়ার জিল্লুর রহমানের ছেলে রুবেল হাসান (২৫) ও রাজশাহীর কাঁটাখালীর শ্যামপুর পশ্চিমপাড়ার মাহবুব হোসেনের ছেলে তারেক আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও দেশীয় অস্ত্র হাঁসুয়া, তালা কাটার যন্ত্র জব্দ করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত ১২টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারে অভিযান চালায়। অভিযানে পথ রোধ করে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য উজ্জ্বল আলী, তারেক রহমান, রুবেল হাসান ও তারেক আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় অস্ত্র হাঁসুয়া, তালা কাটার যন্ত্রসহ তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় রাস্তায় নিয়মিত ডাকাতি, গরু চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল। পুলিশ অনেক দিন ধরে তাদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।