নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলমের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা, বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা মৎস্য অফিসার মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমীন শেখ, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান প্রমুখ। একই সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সমন্বয় সভা, মাদক নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ামতপুর উপজেলায় আইন শৃংখলা সন্তাষজনক থাকায় প্রধান অতিথি অফিসার ইন চার্জকে ধন্যবাদ জানান। পাশাপাশি আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে উপজেলায় কোথাও আইন শৃংখলার অবনতি যাতে না হয় সেই দিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান।