নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক সরকারের অতিরিক্ত সচিব মো. ইউছুফ আলী। তিনি কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক এই মতবিনিময় করেন। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম।
মতবিনিময় সভার পূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৫০৬ টাকা ব্যয়ে নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট ভবন পরিদর্শন করেন প্রধান অতিথি মো. ইউছুফ আলী।