বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ২৮, ২০২৪ by

নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের অপকর্মের বিচার চাই : শিবগঞ্জে অধ্যাপক শাহজাহান মিঞা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, আওয়ামী লীগকে আমরা দল হিসেবে নিষিদ্ধ করার বিপক্ষে; তবে তাদের ১৬ বছরের যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন হয়েছে তার বিচার চাই।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুবসমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে মেগা প্রকল্প হাতে নিয়েছিল এবং মেগা দুর্নীতি করেছিল। গণতন্ত্রকে ধ্বংস করেছিল, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থাসহ সকল সেক্টরকে ধ্বংস করেছিল, যার কারণে তাদের দেশ ছাড়তে হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তাদের অধীনে যে ৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবকটিই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করেনি, তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বিরোধী দলগুলো দমন করতে গিয়ে তারা গণহত্যায় মেতে উঠে। তাই দলটির নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।
বিকেলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্ব সভায় প্রধান বক্তা ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। আরো বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সভায় যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এর আগে সোমবার বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল ও মূল দলের নেতাকর্মীরা শিবগঞ্জ সরকারি মডেল স্কুল মাঠে এসে উপস্থিত হন। পুরো মাঠ উপচে বিভিন্ন ভবনে নেতাকর্মীদের অবস্থান লক্ষ করা যায়। ব্যাপক লোকসমাগমের কারণে বিএনপির পক্ষ থেকে শহরের তিনটি স্পটে মাল্টিমিডিয়ার মাধ্যমে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সোমবার উপজেলা যুবদল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং পথচারীদের মধ্যে ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বিকাল ৪টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম. রুবেল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইয়াজদানী জর্জ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহা. আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সদস্য খায়রুল ইসলাম ও এনামুল হক, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ, গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রহমত আলী, দলদলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু মোতালেব, সদস্য সচিব মোসতাকিম, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ জালাল, সদস্য সচিব কামরুজ্জামান বাবুল। আলোচনা সভা সঞ্চালনা করেন যুবনেতা আব্দুল আজিম।
আগামীতে দলকে নির্বাচনমুখী করে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুন