শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১, ২০২৪ by

নির্মাণ হচ্ছে ফায়ার সার্ভিস মোড়ের সড়ক : লাঘব হবে জনদুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয় মোড় হতে ডায়াবেটিক মোড় পর্যন্ত সড়কটি নির্মাণ বা সংস্কার বহুল প্রত্যাশিত ছিল। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। অবশেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সড়কটি নির্মাণের ব্যবস্থা করেছে। শনিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ১৩ নং প্যাকেজের আওতায় সড়কটি নির্মাণ করা হবে। সেই সঙ্গে এক পাশে ড্রেনও নির্মাণ করা হবে। এই ভৌত অবকাঠামো নির্মাণ কাজের জন্য ঠিকাদার মো. আব্দুল মান্নানের সঙ্গে পৌরসভার চুক্তি সম্পাদন হয়েছে। ডিবিসি সড়ক ও আরসিসি ড্রেনটি দৈর্ঘ্য ৩৩০মিটার।
উদ্বোধন উপলক্ষে পানিউন্নয়ন বোর্ডের সামনে পৌরসভার চাউল মার্কেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আফাজ উদ্দিন, স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী লাবলু।
সূচনা বক্তব্যে সড়কটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাউন প্লানার ইমরান হোসেন। নির্মাণ কাজ বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে আগামী বছরের ৬ জুলাই পর্যন্ত।
দীর্ঘদিন চলাচলের অযোগ্য থাকার পর সড়কটি নির্মাণে ব্যবস্থাগ্রহণ করায় পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের ভূয়সি প্রশংসা করেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন-এধরনের আরো কোনো রাস্তা থাকলে নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা হরা কবে। দেবেন্দ্র নাথ উরাঁও তার বক্তব্যে জানান জেলা প্রশাসক ইতোমধ্যে ১০৩ কোটি টাকার পৌরসভার একটি প্রকল্পে সই করেছেন।

About The Author

শেয়ার করুন