বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৫, ২০২৪ by

নির্মাণে ব্যস্ত সময় পার করছেন পলাশ

অভিনেতা জিয়াউল হক পলাশ। অভিনয়ে দেশজুড়ে এত জনপ্রিয়তা পেয়েছেন যে বিভিন্ন চরিত্রের নামেই তাকে বেশি চেনে দর্শক। যেমন কাবিলা, ড্যান্সার শাহ আলম, সামি ইত্যাদি। অভিনেতা হিসেবে অধিক সফল হলেও মনের ভেতর তার মূল সত্তা নির্মাতা। পরিচালনাই তার প্রথম ও মূল ভালোবাসা। যেটা বাইরে আসে মাঝেমধ্যে, লম্বা সময় পর পর। তাই দুই পরিচয়েই ব্যস্ত থাকতে হয় এ তরুণকে। এ বছরের রোজার ঈদে প্রশংসা কুড়িয়েছেন ‘সন্ধ্যা ৭টা’ নির্মাণ করে। নাটকটির বিষয়বস্তু ও নির্মাণ দর্শকের মন জয় করেছিল। সম্প্রতি ফের ক্যামেরার পেছনে ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’-এর দায়িত্ব সামলেছেন পলাশ। এবার বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলেন পলাশ। দেশের জনপ্রিয় একটি পানীয়র বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি। এরই মধ্যে শুটিং শেষ। চলছে সম্পাদনা। পলাশ জানান, বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ ও আয়েশা মারজানা। পলাশ বলেন, ‘নির্মাণের ক্ষেত্রে আমি বরাবরই ভিন্ন ভাবনা তুলে আনার চেষ্টা করি। এই বিজ্ঞাপনচিত্রের জন্য এমন দুজন অভিনেত্রীকে নিতে চেয়েছি, যারা আগে নিয়মিত কাজ করতেন, তবে মাঝে একটু বিরতিতে ছিলেন। নমিরা আপু ও আয়েশা মারজানাও কাজটি করে বেশ আনন্দিত। শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। নতুন বছরে গ্রীষ্মের শুরুতে এটি প্রচার হবে।’ এদিকে নির্মাণে একটি নাটকের কাজও গুছিয়ে নিচ্ছেন পলাশ। নতুন বছরের ভালোবাসা দিবসে নাটকটি দর্শকের সামনে আনতে চান। তবে এখনো নাটকের নাম কিংবা অভিনয়শিল্পী চূড়ান্ত করেননি। অভিনয়েও ব্যস্ত সময় যাচ্ছে পলাশের। ‘ন ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশুর একটি ওয়েব ছবিতে অভিনয় করছেন তিনি। ‘খালিদ’ নামের ছবিটির নাম ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিস্তারিত বলা বারণ হলেও পলাশ এটুকু বললেন, ‘চরিত্রটির জন্য আমি এখন প্রস্তুতি নিচ্ছি। দেশের নামকরা একজন অ্যাথলেটের কাছ থেকে নিচ্ছি প্রশিক্ষণ। নিজেকে পুরোপুরি ফিট করতে হবে এর জন্য। আশা করছি, দারুণ কিছু হতে যাচ্ছে।’ পলাশ জনপ্রিয়তা পেয়েছেন কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, এ নাটকের পঞ্চম সিজন আসবে। সত্য-মিথ্যা খোলাসা না করে পলাশও জিইয়ে রাখলেন রহস্য। থাকতে বললেন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

About The Author

শেয়ার করুন