মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২০, ২০২৪ by

নির্বাচনে জিতলে অভিনয় ছেড়ে দিবেন কঙ্গনা

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এবার প্রথমবারের মতো লড়ছেন ভোটে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে অভিনেত্রীকে। আর টিকিট পেয়ে জয়ের জন্য পুরোদমে মাঠে নেমেছেন তিনি। এমনকী ভোটে জিতলে অভিনয়ও ছেড়ে দেবেন কঙ্গনা, সম্প্রতি জানালেন এমনটাই। হিমাচল প্রদেশের মা-ি লোকসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াত। ‘কুইন’খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন বিক্রমাদিত্য সিং। বিক্রমাদিত্যের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ শক্তিশালী। তার মা ও বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে। তাই শীতপ্রধান হিমাচলে রাজনীতির মাঠে ভালোই ঘাম ঝড়াতে হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিনেত্রী। কারণ লড়াইটা বেশ চ্যালেঞ্জের। একের পর বাক্যবানে বিরোধী পক্ষকে নিশানা করলেও লড়াই যে সহজ নয় তা বুঝে গিয়েছেন বিতর্কের শিরোনামে থাকা অভিনেত্রী কঙ্গনা। তবে অভিনেত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, একবার মা-ি আসন থেকে জিতলে অভিনয় ছেড়ে দেবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ‘আজতক’-এর সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনয় ছাড়ার প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘হ্যাঁ অবশ্যই। চলচ্চিত্র জগৎ মিথ্যা, সেখানে সবই নকল। তারা একটি ভিন্ন পরিবেশ তৈরি করে। এটি একটি নকল বুদবুদের মত চকচকে জগত দর্শকদের আকৃষ্ট করার জন্য। এটাই বাস্তবতা। আমি খুব আবেগপ্রবণ মানুষ। আমি কখনই চাকরি করতে চাইনি। এমনকি যখন আমি একটি চরিত্রে অভিনয় করতে বিরক্ত হই, আমি লিখতে শুরু করি। আমি পরিচালনা করি বা প্রযোজনা করি। আমি আমার আবেগের সাথে জড়িত থাকতে চাই।’ এমনকী ভোটের মাঠে দৌড়ানোর এই কষ্টের কাছে ফিল্মি স্ট্রাগলকে তুচ্ছ বলেই মন্তব্য করেছেন অভিনেত্রী। ভোটের প্রচারণায় বেশ ভালোভাবেই মনোনিবেশ করেছেন কঙ্গনা। ভাগ্য পরীক্ষার চেষ্টায় কোনো ত্রুটি রাখতে চান না অভিনেত্রী। চলতি লোকসভা নির্বাচনের শেষ দফায় ১ জুন মা-িতে ভোট রয়েছে। ভোটের প্রচারে প্রতিদিনই দৌড়চ্ছেন কঙ্গনা। শত শত কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিচ্ছেন। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি। হলফনামা থেকে জানা গেছে, তার সম্পত্তির পরিমাণ ৯১ কোটি রুপি। তার মধ্যে রয়েছে গয়না, গাড়িসহ স্থাবর সম্পত্তি।

About The Author

শেয়ার করুন