নিরাপদ পানি নিশ্চিতে বৈশ্বিক তহবিল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব পানি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মিলিযনোরিজ পার্কে এই শীর্ষ সম্মেলন এক ডজনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিযেেছন। যোগ দিযেেছন বিশ্বের বড় বড় পানি বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পানি থেকে জীবন উৎসারিত আর পানিতেই জীবনের টিকে থাকা। পানির নিরাপত্তাই পারবে ভূ-পৃষ্ঠে মর্যাদার জীবন ও সুন্দর জীবন-যাপন নিশ্চিত করতে। আর সে লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’জলবায়ু পরিবর্তনে সবচেয়ে হুমকির মধ্যে থাকা দেশগুলোর জন্য পানি একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে এখন কোটি কোটি মানুষ সুপেয পানির অভাবে রযেেছ। পিছিযে থাকা জনগোষ্ঠীর জন্য বিশেষ মনোযোগ দিতে হবে।’শেখ হাসিনা বলেন, ‘পানি নিয়ে বিশেষাযতি চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবেলা করে আসছে। নিরাপদ পানি সরবরাহে সহ¯্রাব্দ উন্নযন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাংলাদেশ এরই মধ্যে অর্জন করেছে, স্যানিটেশন খাতেও ব্যাপক অগ্রগতি নিশ্চিত করা হয়েছে।’তিনি বলেন, ‘কৃষি উন্নযন ও খাদ্য নিরাপত্তার জন্য পানি দরকারি, কিন্তু পানিস্বল্পতা আজ সবার জানা। আর সে কারণেই আমাদের এমন শস্য উৎপাদনের দিকে যেতে হবে যেন পানির প্রযােজন অপেক্ষাকৃত কম, আর পানি-সাশ্রযী প্রযুক্তিও আনতে হবে।’বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রত্যেকরই যা কিছু ভালো উদ্যোগ তা অন্যের সঙ্গে শেযার করতে হবে। হোক সে জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি কিংবা সামর্থ্য। পানির যথার্থ ব্যবহারে আমরা কেউ কোনো উন্নযন আনতে পারলে তা অন্যকেও দেবো এই প্রতিশ্রুতি থাকতে হবে।’