মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by

নিরাপত্তার দাবিতে মানববন্ধন সনাতন ধর্মাবলম্বীদের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার গোঙ্গলপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গত বুধবার হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলাশহরের চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে বিকাল ৩টায় এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, শ্রী সুবল মল্লিক, শ্রীমতি চিন্তা রানী মল্লিক, পারবতী মল্লিক, কমলা রানীসহ অন্যরা।
বক্তারা বলেন, হামলার ঘটনায় গ্রামের লোকজন আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছেন।
মানববন্ধনে ওই গ্রামের সনাতন ধর্মের নারী-পুরুষরা অংশ নেন।
উল্লেখ্য, ইজারা দেওয়া দেবোত্তর সম্পত্তির জমির বিরোধকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে গোমস্তাপুরে আদিবাসী ৭টি পরিবারের বাড়িঘরে হামলা, ভাংচুরসহ ককটেল বিস্ফোরণ, ধানমাড়াই যন্ত্র, রিকশা-ভ্যান ও খড়ের পালায় আগুন দেওয়া হয়। পরে নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের লোকজন জেলা সদরের সেনা ক্যাম্পে একটি আবেদন জমা দেন।

About The Author

শেয়ার করুন