Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by
নিরাপত্তার দাবিতে মানববন্ধন সনাতন ধর্মাবলম্বীদের
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার গোঙ্গলপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গত বুধবার হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলাশহরের চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে বিকাল ৩টায় এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, শ্রী সুবল মল্লিক, শ্রীমতি চিন্তা রানী মল্লিক, পারবতী মল্লিক, কমলা রানীসহ অন্যরা।
বক্তারা বলেন, হামলার ঘটনায় গ্রামের লোকজন আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছেন।
মানববন্ধনে ওই গ্রামের সনাতন ধর্মের নারী-পুরুষরা অংশ নেন।
উল্লেখ্য, ইজারা দেওয়া দেবোত্তর সম্পত্তির জমির বিরোধকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে গোমস্তাপুরে আদিবাসী ৭টি পরিবারের বাড়িঘরে হামলা, ভাংচুরসহ ককটেল বিস্ফোরণ, ধানমাড়াই যন্ত্র, রিকশা-ভ্যান ও খড়ের পালায় আগুন দেওয়া হয়। পরে নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের লোকজন জেলা সদরের সেনা ক্যাম্পে একটি আবেদন জমা দেন।