বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ১৬, ২০২৪ by

নিয়ামতপুরে সাপের কামড়ে স্ত্রী ও হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যু

 

নওগাঁর নিয়ামতপুরে সাপের কামড়ে স্ত্রী শাহনাজ বেগম (৫৫) নামে এক নারী ও হার্ট অ্যাটাকে নাজিমুদ্দিন আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাত ৪ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বেগম নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত নাজিমুদ্দিন আলীর স্ত্রী। অপরদিকে হার্ট অ্যাটাকে মারা যাওয়া নাজিমুদ্দিন আলী মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিজ শয়ন কক্ষে স্বামী স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে শয়ন অবস্থায় স্ত্রীকে সাপে দংশন করে। এসময় পরিবারের লোকজন শাহনাজ বেগমকে নিয়ে ওঝার শরণাপন্ন হন। এরপর শাহনাজের অবস্থা অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে স্ত্রীর সাপে কাটার কথা শুনে স্বামী নাজিমুদ্দিন স্ত্রীর আগেই হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনে খবর পেলাম স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সাপে দংশন করলে ওঝার শরণাপন্ন না হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান তিনি।

About The Author

শেয়ার করুন