Last Updated on এপ্রিল ৭, ২০২৪ by
নিয়ামতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে পুুকুরের পানিতে ডুবে উৎসব নামের ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত উৎসব ওই গ্রামের রাব্বানীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উৎসব ঈদ করার জন্য তার বড় আব্বার সাথে দাদার বাড়ি কৃষ্ণপুরে আসে। রবিবার বেলা ১০টার দিকে উৎসবসহ আরো কয়েকজন একই বয়সের শিশু বাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যায়। অন্যরা শিশুরা সাঁতার কাটলেও উৎসব সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পানিতে খোঁজাখুঁজির পর উৎসবকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।