Last Updated on মে ২৯, ২০২৪ by
নিয়ামতপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’- এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন- দুর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল।
বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শালবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে।