Last Updated on ফেব্রুয়ারি ৪, ২০২৫ by
নিয়ামতপুরে অশ্লীল যাত্রাপালা বন্ধের দাবি
নওগাঁ নিয়ামতপুর উপজেলার প্রেমগোসাই মেলায় অশ্লীল যাত্রাপালা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের গেটের সামনে ‘নিয়ামতপুর তৌহিদী জনতার উদ্যোগে’ অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম।
এতে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের সাবেক আমির মাইনুল ইসলাম মিনু, শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মামনুল আলম, উপজেলা জাতীয় ওলামা পরিষদের সাধারণ সম্পাদ গোলাম হোসাইন, বিলজোয়ালিয়া জামে মসজিদের খতিব আজাদ আলী, উপজেলা বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মিনহাজুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন- যাত্রাপালার নামে মেলায় অশ্লীলতা করা হচ্ছে; যা যুবসমাজকে ধ্বংস করছে। এই যাত্রাপালা বন্ধ করা দরকার।