চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকার নবারুণ সংঘ নামের একটি ক্রীড়া সংগঠনের তালাবদ্ধ ঘর থেকে আব্দুর রাকিব (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিব চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া মহল্লার বাসিন্দা।
নিহত রাকিবের স্ত্রী সাথী খাতুন ও বড় মেয়ে রিতা খাতুন জানান, রবিবার বিকেল থেকে রাকিব বাড়ি হতে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় তার সেলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সোমবার সকালে শহরের নিমতলা এলাকার পৌর মার্কেটের দোতলায় অবস্থিত নবারুণ সংঘের ঘরের ভেতর রাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশের ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়। পরে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ক্লাব ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার ও আলামত সংগ্রহ করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএএম ফজলে-ই-খুদা ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোজাফফর হোসেন আরো বলেন, “উদ্ধার করা মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে যা জানা গেছে তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘স্ট্রোক’ করে রাকিবের মৃত্যু হতে পারে। প্রায় ৪ বছর আগে তার স্ট্রোক হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, আব্দুর রাকিব পেশায় অটোরিকশাচালক এবং ছোট থেকেই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে নবারুণ সংঘে তার যাতায়াত ছিল।