Last Updated on এপ্রিল ২৩, ২০২৫ by
নিমতলায় ৫টি ককটেল বিস্ফোরণ দুই পথচারী আহত, গ্রেপ্তার ৪
চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিমতলায় পূর্ববিরোধের জেরে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুরের এলাকার বিদ্যুৎ চৌধুরী ও বালুবাগানের আজমাল হোসেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাতেন খাঁর মোড়ের দিক থেকে অজ্ঞাত প্রায় ২০ থেকে ৩০ জন যুবক মাস্ক পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্রসহ নিমতলা মোড়ের দিকে আসেন। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন ও মোহাম্মদ নীলুর সঙ্গে পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নিমতলায় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন পথচারী আহত হন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।