শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৫, ২০২৫ by

নিমতলায় ককটেল বিস্ফোরণ মামলা : মোট গ্রেপ্তার ৭ জন

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিমতলায় পূর্ববিরোধের জেরে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনায় রজু হওয়া মামলায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঘটনার রাতেই পিটিআই বস্তির আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল (২৭), একই বস্তির মোহাম্মদ রাজুর ছেলে রোমান আলী ওরফে রোহান (১৯), মৃত শফিকুলের ছেলে ফিরোজ হোসেন (২৮) ও শফিকুলের ছেলে রিফাত (২১)কে গ্রেপ্তার করা হয়।
এরপর গত ২৩ এপ্রিল পিটিআই বস্তির হাসমতের ছেলে হাসিব (১৮) ও ফারুক হোসেনের ছেলে রায়হান ওরফে ফরহাদ (১৮)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গত বৃহস্পতিবার রাতে মসজিদ পাড়ার সারোয়ারদির ছেলে পারভেজ ওরফে মোরসালিন (১৯)কে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করে।
এ ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুরের এলাকার বিদ্যুৎ চৌধুরী ও বালুবাগানের আজমাল হোসেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পূর্ববিরোধের জেরে বাতেন খাঁর মোড়ের দিক থেকে অজ্ঞাত প্রায় ২০ থেকে ৩০ জন যুবক মাস্ক পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্রসহ নিমতলা মোড়ের দিকে আসেন। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেছিলেন, স্থানীয় দুটি পক্ষের মধ্যে পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নিমতলায় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন পথচারী আহত হন। তারা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

About The Author

শেয়ার করুন