শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২১, ২০২৫ by

নিবেদিতপ্রাণ সিতুর অভাব পূরণ হওয়ার নয় : স্মরণসভায় বক্তারা

চাঁপাইনবাবগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ গৌরী চন্দ সিতুর প্রয়াণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহিলা কল্যাণী সংসদের মার্জিনা হক মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কল্যাণী মহিলা সংসদ, ইনার হুইল ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা।
কবিতা চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সেলিনা খাতুন, ফারুকা বেগম, মনসুরা বেগম, ছবি রানী সাহা, সালমা আর্জুমান্দ বানু, রোকসানা আহ্মদ, শফিকুল আলম, এনামুল হক, হাসিনুর রহমানসহ আরো অনেকে।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারাসহ উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
গৌরী চন্দ্র সিতুর সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এসবকে ঘিরেই ছিল তার বৃহত্তর পরিবার। পারিবারিক জীবনের চেয়ে এগুলোতেই তিনি বেশি সময় দিতেন। তিনি নিবেদিতপ্রাণ একজন মানুষ ছিলেন। তার অভাব পূরণ হওয়ার নয়।

About The Author

শেয়ার করুন