চাঁপাইনবাবগঞ্জে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গন্ধু চত্বরে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিবন্ধন পরীক্ষা কোনো স্কুল-কলেজের সাধারণ পরীক্ষা নয়। সুনির্দিষ্ট নিয়ম-কানুন মেনে নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। তাই আমাদের দাবি, নিবন্ধনের সনদ যার, চাকরি তাকেই দিতে হবে। আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধনপ্রাপ্ত হলেও আমাদের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি হয়নি।
প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে প্যানেলভিত্তিক নিয়োগের কোনো বিকল্প নেই। মুজিববর্ষের উপহারস্বরূপ একটি বিশেষ বিজ্ঞপ্তিই পারে এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে। আর কোনো গণবিজ্ঞপ্তি নয়, প্যানেলভিত্তিক নিয়োগ এখন সময়ের যৌক্তিক ও ন্যায্য দাবি বলে তিনি জানান।
মানববন্ধনে আরো বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আয়েশা খাতুন। এসময় উপস্থিত ছিলেনÑ সহসভাপতি সেলিম রেজা, সহ-সম্পাদক মিতা সরকার, প্রচার সম্পাদক আইয়ুব আলীসহ অন্যরা।