নিতপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

24

সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার বিকেলে জেলাশহরের পাঠানপাড়াস্থ সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের বাসভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ড. মফিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম রিয়াদ। জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সম্পাদক জামিউল ইসলাম সোহেলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফজলে রাব্বি মিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা নিত্যপণ্যের দাম কমানো এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানান।