জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাঁতার ও দৌড় প্রতিযোগিতায় স্বণপদক জয়ী বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওয়াকিয়া খাতুন এবার নিজ বিদ্যালয় থেকে সংবর্ধনা পেলেন। সোমবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় তাকে সংবর্ধনা দেয়।
বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিলারা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব হাসান, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. রহমত আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন ও স্বর্ণপদক জয়ী ওয়াকিয়া খাতুন।