নিজ জেলায় সংবর্ধিত হলেন যুগ্ম সচিব লিয়াকত আলি

34

চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান মোহা. লিয়াকত আলি জুয়েল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব থেকে পদোন্নতি পেয়ে সরকারের যুগ্ম সচিব হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক এম কোরাইশি মিল্লু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌরী চন্দ সীতু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাউন্সিলর শেখ ফরিদ সায়েম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. কামাল আহমেদ ছোটকা, মো. তৌফিজুর রহমান পুতুল, সালামত ওস্তাদ, মো. বদিউজ্জামান জামান বুদ্দু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান রজুসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য সদস্য ও ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া অফিসার ক্রীড়ার উন্নয়নে নানা রকম দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, মোহা. লিয়াকত আলি জুয়েল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কালিতলা ঝিলিম রোডের বাসিন্দা। তিনি ছাত্রজীবন থেকেই খেলাধুলা করতেন।