Last Updated on ডিসেম্বর ২৬, ২০২৪ by
নিজ জেলায় সংবর্ধিত হলেন দুদক কমিশনার আকবার আজিজী
দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাশহরের লন্ডন স্কুলের অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বলেন- আমরা চেষ্টা করব, যে কোনো মামলার তদন্ত যেন সত্যনিষ্ঠ হয়, তদন্ত যেন একটা বিচারকের সামনে আয়নার মতো হয়। তদন্ত যেন এক্সরে রিপোর্টের মতো হয়। এরকমটা হলে তখনই কেবল বিচারকগণ ভালো বিচার করতে পারবেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ ড. এমরান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন- জাতীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।
জেলা শাখার নির্বাহী সদস্য ড. শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন- জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি অধ্যক্ষ জোবদুল হক, রহনপুর পৌর শাখার সভাপতি আব্দুল কাইউম, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌহিদুজ্জামান, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, জেলা শাখার অর্থ সম্পাদক ডা. সুলতান আহমেদ, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ক্রীড়াবিদ নুরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী অবসরকালীন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে নতুন ২১ জন সদস্যের পরিচিতি করানো হয়।