রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ১, ২০২৫ by

নিজের সৌন্দর্যর রহস্য জানালেন তিশা


ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক নাটক। অভিনয়ের পাশাপাশি মডেলিং, ফাশ্যনেও বেশ আগ্রহ রয়েছে তিশার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন। তানজিন তিশা বলেন, ‘নিজের খুব একটা বেশি যতœ নিতে পারি না। কারণ প্রতিদিন শুটিং করি সানবার্নসহ অনেক সমস্যা হয়।’ অভিনেত্রীর কথায়, ‘আমার যতটুকু সৌন্দর্য আলহামদুলিল্লাহ আছে সেটা আল্লাহ প্রদত্ত। হয়ত আমার বাবা-মায়ের জন্য পেয়েছি। আর ফ্যাশন নিয়ে যদি বলি আমার ফ্যাশন সেন্সটা হয়ত ভালো কারণ ফ্যাশন নিয়ে আমি অনেক চিন্তা করি।’ তিশার ভাষ্য, ‘অবসর সময়ে আমি ঘুমাতে ভালোবাসি। আমার যে দিন কাজ থাকে না ভেকেশনে না যায় আর যদি বাসায় থাকি বা আমি একদিনের জন্য ফ্রি থাকি তাহলে ঠিক করি আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো না।’ তারপর তিনি বলেন, ‘সুন্দর, পরী, স্মার্ট এই সবকিছুর থেকে এখন বেশি গুরুত্বপূর্ণ আমাকে আমার কোনো কাজ দেখে মানুষ আলোচনা করে। মানুষ বলে যে এটা ভালো হয়েছে বা এটা ভালো হয়নি সেটা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ।’

About The Author

শেয়ার করুন