রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২৯, ২০২৫ by

নিজের প্রেম জীবন নিয়ে কথা বললেন রাশমিকা

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কখনও সিনেমার কারণে কখনও আবার তার বহুচর্চিত বয়ফ্রেন্ডকে নিয়ে। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এক সাক্ষাৎকারে এবার প্রেম জীবন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনেও একজন সঙ্গী রয়েছেন। রশ্মিকা বলেন, ‘নিজের বাড়ি, আমার জীবনে সবচেয়ে আনন্দের জায়গা। আমি সেখানে শান্তি খুঁজে পাই। মনে হয়, শিকড়ের সঙ্গে জুড়ে আছি। আসলে সাফল্য আসবে, যাবে। এটা চিরস্থায়ী নয়। কিন্তু, বাড়িতে এক অন্য শান্তি। আমার জীবনেও অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও বোন, কারও মেয়ে, কারও আবার সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গায়। আমি আসলে এই জীবনকে খুব উপভোগ করি।’ রাশমিকার মুখে ‘কারও সঙ্গী’ কথাটা শুনে ভীষণই খুশি ভক্তরা। অবশেষে অভিনেত্রী স্বীকার করেছেন, তারও একজন সঙ্গী রয়েছেন। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন পুরুষের মধ্যে সবচেয়ে বেশি কোন বিষয়টিতে তার সবচেয়ে বেশি আকর্ষণ? তার কথায়, ‘চোখ হলো মানুষের আত্মার জানালা। এমন লোকেদের প্রতি আকৃষ্ট হই যাদের মুখে হাসি আছে। আমি এমন লোকদের পছন্দ করি যারা চারপাশের মানুষকে সম্মান করেন।’ প্রসঙ্গত, গত দুই বছর ধরে রাশমিকা ও বিজয়ের মধ্যে প্রেম নিয়ে চর্চা চলছে। দু’জনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা গেছে। তবে কখনোই মুখে স্বীকার করেননি অভিনেত্রী।

About The Author

শেয়ার করুন