ফ্রান্সের মালিকানাধীন প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনিয়ার অন্তর্গত লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণপূর্বে ৭ :৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, এর পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলজুড়ে বসবাস করা লোকজনকে সুনামির ঝুঁকি থাকায় উপকূলীয় এলাকাগুলো এড়িয়ে যেতে বলা হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বলেছে, ভানুয়াতুর কিছু উপকূলে সাধারণ জোয়ারের স্তরের ওপরে ০.৩ মিটার থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ বয়ে যেতে পারে, আর টোঙ্গা ও টুভালুসহ ২৫টি দ্বীপপুঞ্জে এর চেয়ে কিছুটা কম উঁচু ঢেউ বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, এরইমধ্যে নিউ ক্যালেডোনিয়ার কাছে ২২ সেন্টিমিটার উঁচু একটি সুনামি পর্যবেক্ষণ করা হয়েছে। ভানুয়াতু এর নাগরিকদের উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য সতর্ক করেছে বলে দেশটির আবহাওয়া ও ভূ-দুর্যোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরও জানান, ভূমিকম্প অনুভব করা লোকজনের ফোন কল রিসিভ করেছে তাদের দপ্তর। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো দেশটির পূর্ব উপকূলের লর্ড হাউ দ্বীপের জন্যও সুনামি সতর্কতা জারি করে প্রায় ৪৫০ জন বাসিন্দাকে ঢেউ ও তীব্র ¯্রােতের কারণে তীর থেকে দূরে থাকতে বলেছে। নিউ জিল্যান্ডের পশ্চিম উপকূলের জন্যও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৩৮ কিলোমিটার গভীরে।