নিউ অরলিন্সে গুলিতে নিহত ১, আহত ৯

144

gourbangla logoযুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ঐতিহাসিক ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তির গুলিতে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। বিবিসি বলছে, বন্দুকধারী ব্যক্তি ০৭টা ৪০ জিএমটিতে বরবোন এবং ইবারভিল স্ট্রিটের কোন থেকে এলোপাতাড়ি গোলাগুলি শুরু করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট মাইকেল হ্যারিসন এক সাংবাদিক সম্মেলনে জানান, হতাহতদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। তাদের সবার বয়স ২০ থেকে ৩৭ বছরের মধ্যে। তিনি বলেন, দুইব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। হ্যারিসন জানান, এই গোলাগুলির কারণ এখনো জানতে পারেনি পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে। তিনি আরো জানান, বরবোন স্ট্রিট এলাকাটিতে অনেক বার রয়েছে। এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গোলাগুলিতে আহত একব্যক্তি হাসপাতালে মারা গেছেন। বাকি নয়জনের অবস্থা বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। বরবোন স্ট্রিটে তিনবছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটল।