দৈনিক গৌড় বাংলা

নিউজিল্যান্ডের বোলিং কোচ নিজুক্ত হলেন জ্যাকব ওরাম

প্রাক্তন অলরাউন্ডার জ্যাকব ওরাম নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। শেন জার্গেনসেনের শূন্য পদটি পূরণ করেছেন এই প্রাক্তন কিউই। নতুন পেস জুটি বেন সিয়ার্স, উইল ও’রউর্কের সাথে কাজ করতে মুখিয়ে আছেন ওরাম, প্রথম অ্যাসাইনমেন্ট আসন্ন ভারত সিরিজ। আনুষ্ঠানিকভাবে ৭ অক্টোবর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। সাবেক এই অলরাউন্ডার গত ১২ মাস ধরে নিউজিল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন। এবার কোচিং প্যানেলে যুক্ত হলেন পূর্ণ মেয়াদে। গত বছর বাংলাদেশে টেস্ট সফর, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং কোচ হিসেবে দলের সাথে কাজ করেছিলেন। নতুন করে বড় দায়িত্ব পাওয়া জ্যাকব ওরাম উচ্ছ্বসিত, ‘আমি আবার ব্ল্যাকক্যাপসের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে সত্যিই আনন্দিত। এমন একটি দলের সাথে যোগ হওয়া যা আমার কাছে অনেক বেশি অর্থবহ এবং আমার জীবনের একটি বড় অংশ, এমনকি সম্মানেরও।’ ২০১৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সাথে কোচিং ক্যারিয়ার শুরু করেন ওরাম। তারপর ২০১৮ থেকে নিউজিল্যান্ড নারী দলের বোলিং কোচ হিসাবে কাজ করেন। গত গ্রীষ্মে তাকে সেন্ট্রাল হিন্ডসের প্রধান কোচ হিসেবে মনোনীত করা হয়েছিল এবং তার দল সুপার স্ম্যাশ ফাইনালে পৌঁছে। ওরাম আবুধাবি টি-টেন-এ সহকারী কোচ এবং এসএ২০-তে এমআই কেপটাউনের বোলিং কোচ ছিলেন। বোলিং কোচ হিসাবে ওরাম ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের তিন টেস্টের সিরিজ দিয়ে যাত্রা শুরু করবেন।

About The Author