Last Updated on এপ্রিল ৩০, ২০২৫ by
না ফেরার দেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতু
না ফেরার দেশে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব নারী সমাজের অহংকার গৌরী চন্দ সিতু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গৌরী চন্দ সিতু রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ছিলেন। ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় গড়ে ওঠা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।
শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাইয়ের সহধর্মিণী গৌরী চন্দ সিতু সচেতন নাগরিক কমিটি-সনাকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি স্কাউটস ও গার্ল গাইডসের অন্যতম নেত্রী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয় সংঘ মোড়ের বাসিন্দা ছিলেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
এছাড়াও তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ স্কাউট, কল্যাণী মহিলা সংস্থাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।